বিসমিল্লাহির রাহমানির রাহিম
উইলিয়াম শেক্সপিয়র ও তার নাটকসমুহ (William Shakespeare and His Plays)
উইলিইয়াম শেক্সপিয়রের Elizabethan Period এর নাট্যকার, যদিও
তিনি তাঁর অনেক গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম
লিখেছেন Jacobean Period এ ।
ইংরেজি নাটকে তিনি নতুন ধারা সৃষ্টি করেছেন, সংলাপে তিনি
গদ্যের পরিবর্তে কাব্যের সুচনা করেছেন। তিনি ছিলেন একাধারে অভিনেতা, নির্দেশক, ও
নাট্যকার ।
উইলিয়াম শেক্সপিয়ার : যিনি নিজেই ইংরেজি সাহিত্যের একটি যুগ, একটি ইতিহাসWilliam Shakespeare : who himself is an era of English literature, a history
➤ উইলিয়াম শেক্সপিয়র বলা হয় এ্যভনের
কবি ( Bard of Avon )
➤ তাঁর উপাধি হল King without Crown ( মুকুট বিহীন
সম্রাট )
➤ তাঁকে বলা হয় National Poet of England (ইংল্যান্ডের জাতীয়
কবি )
➤ উইলিইয়াম শেক্সপিয়রের রচিত
মোট নাটকের সংখ্যা হলো ৩৭ টি
➤ উইলিয়াম শেক্সপিয়ার রচিত নাটক গুলো কে তিন ভাগে ভাগ করা যাই , আর তা
হলো
- Tragedy = ১২ টি
- Comedy = ১৪ টি
- Histories = ১১ টি
1.Tragedy
- Antony and Cleopatra
- Coriolanus
- Cymbeline
- Hamlet
- Julius Caesar
- King Lear
- Macbeth
- Othello
- Romeo and Juliet
- Timon of Athens
- Titus Andronicus
- Troilus and Cressida
2.Comedy
- All's Well That Ends Well
- As You Like It
- Comedy of Errors
- Love's Labour's Lost
- Measure for Measure
- Merchant of Venice
- Merry Wives of Windsor
- Midsummer Night's Dream
- Much Ado about Nothing
- Taming of the Shrew
- Tempest
- Twelfth Night
- Two Gentlemen of Verona
- Winter's Tale
3.Histories
- Henry IV, Part I
- Henry IV, Part II
- Henry V
- Henry VI, Part I
- Henry VI, Part II
- Henry VI, Part III
- Henry VIII
- King John
- Pericles
- Richard II
- Richard III
অনেকের মতে শেক্সপিয়রের আরও দুইটি নাটক লিখেছেন
যা প্রকাশিত হয়নি , আর সেই দুই টি নাটকের নাম হলো
- Love’s Labour’s Won
- The History of Cardenio
➤ উইলিয়াম শেক্সপিয়রের প্রথম প্রকাশিত
নাটকের নাম হলো... হেনরি দ্যা সিক্স পার্ট
২
➤ শেক্সপিয়র নাটকের
পাশাপাশি অনেক গুলো সনেটও রচনা করেছেন, তাঁর রচিত সনেট এর সংখ্যা হলো ১৫৪ টি
➤ তাঁর রচিত Narrative
Poem এর সংখ্যা হলো
৩ টি
➤ শেক্সপিয়র রচিত “The Tempest” নাটক টি Swan
Song or Last work হিসেবে পরিচিত
➤ শেক্সপিয়র রচিত “Comedy of Errors” নাটক টির বঙ্গানুবাদ করেছেন
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যা তিনি
“ভ্রান্তিবিলাস” নামে প্রকাশ করেন। আবার,
➤ মুনির চৌধুরী,
শেক্সপিয়র রচিত “A Taming of the Shrew” নাটক টি
বঙ্গানুবাদ করে “মুখরা রমণী বশীকরণ” নামে প্রকাশ করেন ।
ইংরেজি সাহিত্যের এই
মহাপুরুষ মারা যান ২৩ এপ্রিল ১৬১৬ ।
No comments:
Post a Comment