William Shakespeare and His Plays



বিসমিল্লাহির  রাহমানির রাহিম

উইলিয়াম শেক্সপিয়র ও তার নাটকসমুহ (William Shakespeare and His Plays)


ইংরেজি সাহিত্যের এই মহান নাট্যকার জন্ম গ্রহন করেন ২৩ এপ্রিল ১৯৬৪ সালে।
উইলিইয়াম শেক্সপিয়রের Elizabethan  Period  এর নাট্যকার, যদিও তিনি তাঁর অনেক গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম লিখেছেন Jacobean  Period এ । 


ইংরেজি নাটকে  তিনি নতুন ধারা সৃষ্টি করেছেন, সংলাপে তিনি গদ্যের পরিবর্তে কাব্যের সুচনা করেছেন। তিনি ছিলেন একাধারে অভিনেতা, নির্দেশক, ও নাট্যকার । 

William Shakespeare

উইলিয়াম শেক্সপিয়ার : যিনি নিজেই ইংরেজি  সাহিত্যের একটি যুগ, একটি ইতিহাস
William Shakespeare  :  who himself is an era of English literature, a history

উইলিয়াম শেক্সপিয়র বলা হয় এ্যভনের কবি ( Bard of Avon )
তাঁর উপাধি হল  King without Crown  ( মুকুট বিহীন সম্রাট )
তাঁকে বলা হয় National Poet of England (ইংল্যান্ডের জাতীয় কবি )
উইলিইয়াম শেক্সপিয়রের রচিত মোট নাটকের সংখ্যা হলো ৩৭ টি
উইলিয়াম শেক্সপিয়ার  রচিত নাটক গুলো কে তিন ভাগে ভাগ করা যাই , আর তা হলো
  1.      Tragedy  = ১২ টি
  2.      Comedy  = ১৪ টি
  3.         Histories = ১১ টি

1.Tragedy

  • Antony and Cleopatra
  • Coriolanus
  • Cymbeline
  • Hamlet
  • Julius Caesar
  • King Lear
  • Macbeth
  • Othello
  • Romeo and Juliet
  • Timon of Athens
  • Titus Andronicus
  • Troilus and Cressida

2.Comedy

  • All's Well That Ends Well
  • As You Like It
  • Comedy of Errors
  • Love's Labour's Lost
  • Measure for Measure
  • Merchant of Venice
  • Merry Wives of Windsor
  • Midsummer Night's Dream
  • Much Ado about Nothing
  • Taming of the Shrew
  • Tempest
  • Twelfth Night
  • Two Gentlemen of Verona
  • Winter's Tale

3.Histories

  • Henry IV, Part I
  • Henry IV, Part II
  • Henry V
  • Henry VI, Part I
  • Henry VI, Part II
  • Henry VI, Part III
  • Henry VIII
  • King John
  • Pericles
  • Richard II
  • Richard III

 অনেকের মতে শেক্সপিয়রের আরও দুইটি নাটক লিখেছেন যা প্রকাশিত হয়নি , আর সেই দুই টি নাটকের নাম হলো
  • Love’s Labour’s Won
  • The History of Cardenio

➤ উইলিয়াম শেক্সপিয়রের প্রথম প্রকাশিত নাটকের নাম  হলো... হেনরি দ্যা সিক্স    পার্ট ২
শেক্সপিয়র নাটকের পাশাপাশি অনেক গুলো সনেটও রচনা করেছেন, তাঁর রচিত সনেট এর সংখ্যা হলো ১৫৪ টি
তাঁর রচিত Narrative Poem  এর সংখ্যা হলো ৩ টি
শেক্সপিয়র রচিত The Tempest নাটক টি Swan Song or Last work   হিসেবে পরিচিত
শেক্সপিয়র রচিত Comedy of Errors নাটক  টির বঙ্গানুবাদ করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যা  তিনি “ভ্রান্তিবিলাস” নামে প্রকাশ করেন। আবার,
মুনির চৌধুরী, শেক্সপিয়র রচিত A Taming of the Shrew নাটক টি বঙ্গানুবাদ করে “মুখরা রমণী বশীকরণ” নামে প্রকাশ করেন ।  

ইংরেজি সাহিত্যের এই মহাপুরুষ মারা যান ২৩ এপ্রিল ১৬১৬ ।

No comments:

Post a Comment

B.C.S Preparation on Computer and Information Technology (IT) part 02

বি.সি.এস. প্রস্তুতি :   কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি পর্ব ০২ । B.C.S Preparation   on Computer and Information Technology (IT) part 02 ...