বিসমিল্লাহির রাহমানির রাহিম
ইংরেজি সাহিত্যের ইতিহাস (History of English Literature )
ইংরেজি সাহিত্যের
ইতিহাস খুজতে গিয়ে আমরা দেখে এ সাহিত্যের যুগ বিভাগ তিনটি ভাগে বিভক্ত । আর তা
হলো...
১। প্রাচীন যুগ
২। মধ্য যুগ
৩। রেনেসাঁর যুগ
➤১। প্রাচীন যুগ / এ্যাংলো – স্যাক্সন যুগ (৪৫০ খ্রিঃ থেকে ১০৬৬ খ্রিঃ )
প্রাচীন যুগ কে
এ্যাংলো – স্যাক্সন যুগও বলা হয় , কারন
সেই সময় ইংল্যান্ডে এ্যাংলো
ও স্যাক্সন নামে দুই জাতির আধিপত্য ছিলো । এরা বহু দেব
দেবির বিশ্বাসী ছিলো। এরা মুলতো জার্মানি, হল্যান্ড ও ডেনমার্ক এর উপকূল থেকে এসে
ব্রিটেনে বসবাস শুরু করে, তবে তারা আসার সময় কিছু কাব্য সংকলন সঙ্গে নিয়ে এসেছিলো।
তার মধ্যে অন্যতম “বেউলফ (Beowulf )” কাব্য। এখান থেকেই ইংরেজি সাহিত্যের সূচনা ও এই কাব্য
গুলো কেই ইংরেজি সাহিত্যের প্রাচীন নিদর্শন হিসেবে ধরা হয়। “বেউলফ (Beowulf )” কাব্যের পাণ্ডুলিপি টি এখনো ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত
আছে ।
➤২। মধ্য যুগ (১০৬৬ খ্রিঃ – ১৫০০ খ্রিঃ )
মধ্য যুগকে কয়েকটা
ভাগে ভাগ করা যাই , আর তা হলো...
ক। এ্যাংলো – নরম্যান যুগ (১০৬৬ খ্রিঃ – ১৩৪০
খ্রিঃ)
খ। চসারের যুগ (১৩৪০
খ্রিঃ – ১৪০০ খ্রিঃ)
গ। সাহিত্যের আকাল বা
অন্ধকার যুগ ( ১৪০০ খ্রিঃ – ১৫০০ খ্রিঃ)
ক। এ্যাংলো – নরম্যান যুগ (১০৬৬ খ্রিঃ – ১৩৪০ খ্রিঃ)
এই যুগে যে ছোট ছোট
সাহিত্য কর্মের নিদর্শন পাওয়া যাই তার মধ্যে উল্লেখযোগ্য কাব্য গুলো হলো...
- The Owl and the Nightingle
- Sir Gawayn and Grene Knyght
- Artrhur- Merlin
এই গুলোর সাথে আরও
পাওয়া যাই কিছু “এ্যাংলো –
নরম্যান ব্যালাড”, ব্যালাড হল এক ধরনের লোকগাথা, ব্যালাড গুলোর মধ্যে সবচেয়ে
জনপ্রিয় একটি ব্যালাড এর নাম হলো “রবিনহুড”।
খ। চসারের যুগ (১৩৪০ খ্রিঃ – ১৪০০ খ্রিঃ)
“জিওফ্রে চসার( Geoffrey Chaucer )” কে বলা হয় “Father of English Literature” । কাল হিসেবে
তিনি মধ্য যুগের হলেও প্রতিভার দিক দিয়ে তিনি আধুনিক কালের দিকেরই বলে মনে করা হয়
। তার সব চেয়ে আলোচিত গ্রন্থের নাম “ক্যান্টারবেরি টেইলস ( Canterbury
Tales )” । এ ছাড়াও তার
জনপ্রিয় সাহিত্য কর্ম গুলো হলো “হাউজ অফ
ফেইম ( House of
Fame )” ও “ট্রয়লাস এন্ড ক্রেসিডি ( Troylus and Cresede )”
গ। সাহিত্যের আকাল বা অন্ধকার যুগ ( ১৪০০ খ্রিঃ – ১৫০০ খ্রিঃ)
জিওফ্রে চসার( Geoffrey
Chaucer ) এর পর বেশ
কিছু দিন তেমন কোন সাহিত্য কর্ম সৃষ্টি হয় নাই , তাই এই যুগ কে সাহিত্যের
আকাল বা অন্ধকার যুগ বলে।
➤৩। রেনেসাঁর যুগ ( ১৫০০ খ্রিঃ – ১৬৬০ খ্রিঃ)
রেনেসাঁর যুগকে কয়েকটা
ভাগে ভাগ করা যাই , তা হলো...
- Elizabethan Period (1558 – 1603)
- Jacobean Period (1603 – 1625
- Caroline Period (1625 – 1649)
- Commonwealth Period (1649 – 1660)
রেনেসাঁর যুগ এর আগে
পর্যন্ত সাহিত্য কর্ম গুলো ছিলো ডিভাইন সাহিত্য , যার বিষয়বস্তু ছিলো সৃষ্টিকর্তা
, ধর্ম , বাইবেল, চার্চ । কিন্ত এই যুগে এসে সাহিত্যের বিষয়বস্তুতে নতুন বাঁক নেয়
, সাহিত্যে আসে হিউম্যানিটিজ যার বিষয়বস্তু হয় মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্না,
প্রেম-ভালবাসা, এমন কি সেক্সও এই সময়ের সাহিত্যে স্থান করে নেই।
তবে রেনেসাঁর যুগ এর
সব চেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো Elizabethan
Period , কারন এই যুগে আবির্ভাব হয় ইংরেজি সাহিত্যের সবচেয়ে
প্রতিভাবান নাট্যকার “উইলিয়াম শেক্সপিয়ার(১৫৬৪ – ১৬১৬)”, যিনি নিজেই ইংরেজি সাহিত্যের একটি যুগ, একটি ইতিহাস। যদিও
উইলিয়াম শেক্সপিয়ার তার অনেক গুরুত্বপূর্ণ লেখা তিনি লিখেছেন Jacobean Period এ, কিন্ত
তাকে Elizabethan
Period এর নাট্যকারই বলা হয়।
রেনেসাঁর যুগ এর প্রতিটি Period নিয়ে বিস্তারিত আলোচনা পরবর্তী Post এ করবো ইনশাহ আল্লাহ।
No comments:
Post a Comment