Syllabus of BCS Preliminary Test

বিসমিল্লাহির রাহমানির রাহিম

প্রতি বছর বাংলাদেশের প্রচুর ছাত্র ছাত্রী এ দেশের সব থেকে প্রতিযোগিতা মূলক সরকারি চাকরির পরীক্ষা BCS ( Bangladesh Civil Service ) এ অংশ গ্রহন করে । পরীক্ষার প্রস্তুতির শুরুর প্রথমেই  জেনে নেওয়া উচিত এই পরীক্ষা জন্য BPSC( Bangladesh Public Service Commission )  কর্তৃক প্রণীত  সিলেবাস সূচি । 
যা নিম্মে তুলে ধরা হলো ...... 
BCS Exam Preparation

BCS Preliminary Test  এর সিলেবাস

BCS Preliminary Test  সর্বমোট ২০০ মার্ক এর হয়,এবং নির্ধারিত সময় থাকে ২ ঘন্টা, যে বিষয় গুলোর উপর প্রশ্ন হয় তা নিম্ন রুপ...  

➤ বাংলা ভাষা ও সাহিত্য ( Bengali Language and Literature )

পূর্ণ মান = ৩৫
১। ভাষা ( বাংলা ব্যাকরণ ) = ১৫
২। সাহিত্য = ২০
     ক. প্রাচীন যুগ ও মধ্য যুগ = ৫
     খ. আধুনিক যুগ = ১৫

ইংরেজি ভাষা ও সাহিত্য (English Language and Literature)

পূর্ণ মান = ৩৫
1.     Language (English Grammar ) = 20
2.     Literature = 15

বাংলাদেশ বিষয়াবলী (Bangladesh Affair )

পূর্ণ মান = ৩০
১। বাংলাদেশের ইতিহাস = ৬
২। বাংলাদেশের কৃষি সম্পদ =৩
৩। বাংলাদেশের জনসংখ্যা = ৩
৪। বাংলাদেশের অর্থনীতি = ৩
৫।বাংলাদেশের শিল্প ও বাণিজ্য = ৩
৬। বাংলাদেশের সংবিধান = ৩
৭। বাংলাদেশের রাজনৈতিক ব্যাবস্থা = ৩
৮ বাংলাদেশের সরকার ব্যাবস্থা = ৩
৯। বাংলাদেশের জাতীয় অর্জন =৩

আন্তর্জাতিক বিষয়াবলী (International Affair )

পূর্ণ মান = ২০

ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব),পরিবেশ ও দুর্যোগ ব্যাবস্থাপনা { Geography (Bangladesh & International ) , Environment  and  Disaster management }

পূর্ণ মান = ১০
১। ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব ) = ৪
২। পরিবেশ ও দুর্যোগ ব্যাবস্থাপনা = ৬

সাধারণ বিজ্ঞান (General  Science )

পূর্ণ মান = ১৫
১। ভৌত বিজ্ঞান = ৫
২। জীব বিজ্ঞান = ৫
৩। আধুনিক বিজ্ঞান = ৫

কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি  (Computer and Information Technology)

পূর্ণ মান = ১৫
     1. Computer = 10
2.     2. Information Technology = 5

গাণিতিক যুক্তি  (Mathematical Logic  )

পূর্ণ মান = ১৫

মানসিক দক্ষতা (Mental  Ability )

পূর্ণ মান = ১৫

নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন (Morality, Values and Good Governance )

পূর্ণ মান = ১০ 

পরবর্তী Post এ প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করবো, ইনশাহ আল্লাহ

No comments:

Post a Comment

B.C.S Preparation on Computer and Information Technology (IT) part 02

বি.সি.এস. প্রস্তুতি :   কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি পর্ব ০২ । B.C.S Preparation   on Computer and Information Technology (IT) part 02 ...